What is GST (Goods and services tax) ?

What is GST ?

এক দেশ-এক কর। কারোর মতে, দেশের অর্থনীতির চালচিত্র আমূল বদলে দিতে তৈরি হয়েছে এই বিল। আবার কেউ বলছে, পরোক্ষ কর ব্যবস্থায় স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার। GST বাস্তব হলে GDP-র হার ১.৫% থেকে ২% বৃদ্ধি পাবে বলেও আশা করা হয়েছে। 

দীর্ঘ দড়ি টানাটানির পর অবশেষে দিনের আলো দেখতে চলেছে পণ্য ও পরিষেবা কর বা GST বিল। রীতিমতো টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে এই GST-র সংবিধান সংশোধনী বিল পাশ নিয়ে। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর এবার ১ জুলাই থেকে চালু হতে চলেছে GST বিল। 





GST-র ধরন
পণ্য ও পরিষেবা কর যেখানে যেখানে দিতে হচ্ছে, সেখানে পরিবর্তে বসবে GST। এই কর তিন রকম হবে – 
১) কেন্দ্রের বসানো বা সেন্ট্রাল GST বা CGST 
২) রাজ্যের বসানো বা স্টেট GST বা SGST 
৩) সম্মিলিত কর বা ইন্টিগ্রেটেড GST বা IGST (এই কর উক্ত দুই করের যোগফল। যা কেন্দ্র সংগ্রহ করবে।) 

পণ্য ও পরিষেবা কোনও একটি রাজ্যের মধ্যের হলে CGST ও SGST ধার্য করা হবে। তবে একাধিক রাজ্য হলে তা IGST হয়ে যাবে। পণ্য ও পরিষেবা যে রাজ্যে খরচ বা ব্যবহার হবে। IGST-এর মধ্যের SGST সেই রাজ্য সরকারের রাজস্ব খাতে পড়বে। আর CGST চলে যাবে কেন্দ্রীয় কোষাগারে। 

কোন কোন কর উঠে যাবে 
GST-র ফলে এক লাফে ১৪টি কর, সেস ও সারচার্জ বাজার থেকে উঠে যাবে। এরমধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সংগৃহীত উৎপাদন শুল্ক, পরিষেবা কর, আমদানি শুল্কের একটি অংশ, সেস ও সারচার্জ, রাজ্যের তরফে সংগৃহীত যুক্তমূল্য কর বা VAT, ক্রয় কর, কেন্দ্রীয় বিক্রয় কর, বিলাস কর, বিনোদন কর, প্রবেশ কর, লটারি কর, বিজ্ঞাপন কর। এই সবই ঢুকে যাবে GST-র ভিতরে। এর ফলে কর মেটানো অনেক সরল হবে বলে আশা করা হচ্ছে। 

অন্যদিকে, কাস্টমস্ ডিউটি, মদ্যপানের উপর কর, পেট্রল-ডিজেল-প্রাকৃতিক গ্যাস, স্ট্যাম্প ডিউটি ও সম্পত্তি কর, টোল ট্যাক্স, বিদ্যুৎ কর ইত্যাদি GST-র অধীনে পড়বে না। 

GST-র হার
পণ্য-পরিষেবা করের হার নিম্নের ভাগগুলি অনুসারে গ্রহণ হবে। 
প্রধান তিনটি ভাগ হল, মেরিট রেট, স্ট্যান্ডার্ড রেট, ডিমেরিট রেট। 

আবার, সোনা, রুপো-র মতো ধাতুর ক্ষেত্রে কম হার। এবং কিছু অত্যাবশ্যক পণ্য ও পরিষেবার ক্ষেত্রে কোনও করই লাগবে না। কিন্তু, কিছু অত্যাবশ্যক পণ্য ও পরিষেবায় তা ১২%। এদিকে, বেশির ভাগ পণ্য-পরিষেবায় ১৭%-১৮% কর চাপানো হবে। তবে দামি গাড়ির মতো বিলাস দ্রব্য, পানমশলা, কোল্ড ড্রিঙ্ক, তামাক ইত্যাদির ক্ষেত্রে তা ৪০% হয়ে যাবে। 

GST-র চূড়ান্ত কর কী হবে, তা ঠিক করবে GST কাউন্সিল। রাষ্ট্রপতির সম্মতির ৬০ দিনের মধ্যে GST কাউন্সিল গঠন করতে হবে সরকারকে। কাউন্সিলে রাজ্যের তরফে দুই-তৃতীয়াংশ এবং কেন্দ্রের তরফে এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব থাকবে। করের হার, রাজ্য-কেন্দ্র বিরোধ, কর ছাড় ইত্যাদি সব বিষয়েই সিদ্ধান্ত নেবে GST কাউন্সিল। 

রিটার্ন জমা
GST-র জন্য কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে সময়ে রিটার্ন দাখিল করতে হবে। প্রত্যেক করদাতাকে তাঁর পরিচিতি হিসেবে ১৩ বা ১৫ সংখ্যার আইডেন্টিটি নম্বর দেওয়া হবে। যা তাঁদের PAN নম্বরের সঙ্গে যুক্ত হবে। নির্দিষ্ট সময়ে GST-র রিটার্ন দাখিল করতে হবে সংস্থা ও ব্যবসাগুলিকে। প্রত্যেক করদাতাকে পৃথক পৃথক ফর্মে রিটার্ন দাখিল করতে হবে। 

GSTR ১,২,৩ এবং ৮ – সাধারণ ও ক্যাজুয়াল করদাতা 
GSTR ৪ ও ৮ – কমপাউন্ডিং করদাতা 
GSTR ৫ – অনাবাসী করদাতা 
GSTR ৬ – পরিষেবা সরবরাহকারী 
GSTR ৭ – কর কেটে নিচ্ছেন যিনি 

বৈদ্যুতিন পদ্ধতিতে কর জমা করতে হবে। করের টাকা ফেরত নিতে হবে একই ভাবে। রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়েই করতে হবে। 

তবে GST চালু হলে এই নিয়মে পরিবর্তন হতে পারে। 

সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত নিয়ম বুঝতে ও গ্রহণ করতে ট্যালি বরাবরই রাস্তা দেখিয়েছে। ব্যবসা’য় পরিবর্তন গ্রহণ করতে ট্যালি’র সমাধানই শীর্ষে। GST চালু হলেও ট্যালির পরামর্শই, তা বুঝতে ও গ্রহণ করতে সাহায্য করবে। 

Comments

Popular posts from this blog

Amount Debited but Cash not dispense from Atm - Shutdown Atm during cash withdrawal।

What is accounting ? হিসাব নিকাশ করণ কাকে বলে ?