What is accounting ? হিসাব নিকাশ করণ কাকে বলে ?
হিসাব নিকাশ করণ (Accounting) :-
আংশিক ভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেনসমূহ ও ঘটনাগুলি অর্থের অঙ্কে যথা পযুক্তভাবে লিপিবদ্ধকরণ,শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপকরণের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ কলাকে বলা হয় হিসাব নিকাশ করণ।
হিসাব নিকাশ করণ কাজটি কোন ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে এবং ঘটনা বা লেনদেনগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপযােগ্য হবে । যে সব ঘটনা বা লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে না সেগুলির হিসাব রাখবার প্রয়ােজন নেই। লেনদেনগুলিকে নিম্নলিখিত তিনটি পর্যায়ে ভাগ করা যায় -
(১) লিপিবদ্ধকরণ (Recording) :- লেনদেনগুলো প্রথমে হিসাবের বইতে লেখা হয়।
(২) শ্রেণীবদ্ধকরণ (Classifying) :- একই জাতীয় বা সমজাতীয় লেনদেন গুলো আলাদা আলাদা ভাগ করে লেখা হয়।
(৩) সারসংক্ষেপ (Summarising) :- শ্রেণীবদ্ধ ভাবে লেখা লেনদেনগুলোর উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য নির্ণয় করা হয় এবং তা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর অন্যান্য আগ্রহী ব্যাক্তিবর্গের নিকট পেশ করা হয়।
আংশিক ভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেনসমূহ ও ঘটনাগুলি অর্থের অঙ্কে যথা পযুক্তভাবে লিপিবদ্ধকরণ,শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপকরণের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ কলাকে বলা হয় হিসাব নিকাশ করণ।
হিসাব নিকাশ করণ কাজটি কোন ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে এবং ঘটনা বা লেনদেনগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপযােগ্য হবে । যে সব ঘটনা বা লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে না সেগুলির হিসাব রাখবার প্রয়ােজন নেই। লেনদেনগুলিকে নিম্নলিখিত তিনটি পর্যায়ে ভাগ করা যায় -
(১) লিপিবদ্ধকরণ (Recording) :- লেনদেনগুলো প্রথমে হিসাবের বইতে লেখা হয়।
(২) শ্রেণীবদ্ধকরণ (Classifying) :- একই জাতীয় বা সমজাতীয় লেনদেন গুলো আলাদা আলাদা ভাগ করে লেখা হয়।
(৩) সারসংক্ষেপ (Summarising) :- শ্রেণীবদ্ধ ভাবে লেখা লেনদেনগুলোর উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য নির্ণয় করা হয় এবং তা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর অন্যান্য আগ্রহী ব্যাক্তিবর্গের নিকট পেশ করা হয়।
Comments
Post a Comment