What is Computer Memory in bangla ?
স্টোরেজ ডিভাইস ( Storage Device ) :
যে যন্ত্রগুলির সাহায্যে কম্পিউটারে তথ্য সঞ্চার করা হয় , সেগুলিকে স্টোরেজ ডিভাইস বা মেমােরি ( Memory ) বলা হয় ।
স্টোরেজ ডিভাইস বা মেমােরি দুই ধরনের হয় । যথা -
1) প্রাইমারি মেমােরি ( Primary Memory ).
2) সেকেন্ডারি মেমােরি ( Secondary Memory ).
■ প্রাইমারি মেমােরি ( Primary Memory ) :
এগুলি একপ্রকার অস্থায়ী মেমােরি । এগুলি সাময়িকভাবে তথ্য সঞ্চয় করে । বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এখান থেকে তথ্যগুলি মুছে যায় । উদাহরণঃ RAM , ROM ।

■ সেকেন্ডারি মেমােরি ( Secondary Memory ) :
এগুলি একপ্রকার স্থায়ী মেমােরি । এগুলি পাকাপাকিভাবে তথ্য সঞ্চয় করে । বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও এখান থেকে তথ্যগুলি মুছে যায় না । উদাহরণ : হার্ডডিস্ক , পেন ড্রাইভ , সিডি / ডিভিডি , এসডি কার্ড ইত্যাদি ।
Comments
Post a Comment