how to change computer wallpaper in bangla?

●ওয়ালপেপার পরিবর্তন ( Changing Wallpaper)

কম্পিউটার ডেস্কটপের পেছনে যে বিভিন্ন ধরনের চিত্র পাওয়া যায় তাকে ওয়ালপেপার ( Wallpaper ) বলে । প্রতিটি ডেস্কটপের ওয়ালপেপার বিভিন্ন হয় । প্রয়ােজনবােধে ওয়ালপেপারকে বেশি আকর্ষণীয় করে তােলার জন্য আমরা । পছন্দমতাে ওয়ালপেপার পরিবর্তন করতে পারি ।
 এই ওয়ালপেপার পরিবর্তন করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি ।

◇ নীচে এর একটি পদ্ধতি আলােচনা করা হল — 

1)প্রথমে ডেস্কটপের ফাকা স্থানে রাইট মাউস বাটনে ক্লিক করতে হবে । এর ' ফলে একটি কনটেক্সট মেনু তালিকা পাওয়া যাবে ।
2)এই মেনু তালিকা থেকে Personalize - এ কিক করতে হবে ।
3)এর ফলে Personalization ডায়ালগ বক্স দেখা যাবে।
4)এখানে নানা ধরনের Themes - এর মধ্যে বিভিন্ন গ্রুপের  ওয়ালপেপার দেখা যাবে ।
5)শেষে যে - কোনাে একটি গ্রুপের ওয়ালপেপারে মাউস ক্লিক করলে সেই ওয়ালপেপারটি ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে । 

Comments

Popular posts from this blog

Amount Debited but Cash not dispense from Atm - Shutdown Atm during cash withdrawal।

What is accounting ? হিসাব নিকাশ করণ কাকে বলে ?