Input device keyboard bangla
Keyboard টাইপ রাইটারের মতাে দেখতে এই যন্ত্রটির সাহায্যে আমরা চিঠিপত্র বা ডকুমেন্ট তৈরি করতে পারি । এতে 101 বা তারও বেশি সুইচ থাকে । কিবাের্ডগুলি তারযুক্ত বা তারবিহীন হতে পারে । কিবাের্ডে 6 ধরনের সুইচ বা কি ( Key ) থাকে । যথা —
1 ) আলফাবেট কি ( A - Z )
2 ) নাম্বার কি ( 0 - 9 )
3 ) ফাংশন কি ( F1 - F12 )
4 ) কন্ট্রোল কি ( Ctrl , Alt , Insert , Page Up , Page Down ইত্যাদি ।
5 ) অ্যারাে কি
6 ) স্পেশাল কি ( Enter , Shift , Caps Lock , Space Bar , Back Space ইত্যাদি।
কিবাের্ডের বিভিন্ন প্রকার কি ( Key )
--------------------------------------------------------
● Enter : লাইন পরিবর্তনে সাহায্য করে ।
● Space Bar : ফক বা গ্যাপ দিতে সাহায্য করে ।
● Delete : বাম থেকে ডানদিকে লেখা মােছা যায় ।
● BackSpace : ডান থেকে বামদিকে লেখা মােছা যায় ।
● Shift : একটি করে বড়ােহরফটাইপ করা যায় ।
● Caps Lock : একটানা বড়াে হরফটাইপ করা যায় ।
● Ctrl : কাট , কপি , পেস্ট ইত্যাদি কাজ করা যায় ।
● Page up : আগের পৃষ্ঠার লেখা দেখা যায় ।
● Page Down : পরের পৃষ্ঠার লেখা দেখা যায় ।
● NumLock : এটি ON করে নিউমেরিক কি প্যাডের সংখ্যাটাইপ করা যায় ।
● Arrow Key : এগুলি কারসারকে সরাতে সাহায্য করে ।"

Comments
Post a Comment