Input device Mouse bangla



মাউস দেখতে অনেকটা ছােটো ইদুরের মতাে । এগুলি তারযুক্ত বা তারবিহীন হতে পারে । বল মাউস ও অপটিক্যাল মাউসগুলি তারযুক্ত হয় । রিমােট মাউস বা ওয়্যারলেস মাউসগুলি তারবিহীন হয় । মাউসের আমরা কম্পিউটারকে নির্দেশ দিতে পারি ।
একটি মাউসে প্রধানত তিনটি বাটন থাকে । বাম বাটন , ডান বাটন এবং স্ক্রল বাটন ।

মাউস এর কাজ :
● মাউসের বাম বাটনে একবার চাপ দিয়ে নির্দেশ দেওয়া কে ক্লিক ( Click ) বলা হয় ।

● বাম বাটনে পরপর দুবার চাপ দেওয়া কে ডাবল - ক্লিক ( Double - Click ) বলা হয় ।

● ডান বাটনে একবার চাপ দেওয়াকে রাইট ক্লিক ( Right - Click ) বলা হয় ।

● মাঝখানের স্ক্রল বাটনটিকে উপরে বা নীচে ঘুরিয়ে কাজ করা কে স্ক্রলিং ( Scrolling ) বলা হয় ।

● বাম বাটনটি চেপে থেকে টান দেওয়া ও ছেড়ে দেওয়াকে ড্রাগ অ্যান্ড ড্রপ ( Drop ) বলা হয় ।"

Comments

Popular posts from this blog

Amount Debited but Cash not dispense from Atm - Shutdown Atm during cash withdrawal।

What is accounting ? হিসাব নিকাশ করণ কাকে বলে ?