Programming Language ( C , C++ , Java , Visual Besic ,C# ,Android , Php , Javascript , sql , HTML).
Logical NOT gate
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
NOT GATE
বর্ণনা-
যে ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট এর একটি মাত্র ইনপুট থাকবে ও একটি মাত্র আউটপুট থাকবে এবং ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা হবে এবং ইনপুট মিথ্যা হলে আউট সত্য হবে তাকে নট গেইট বলে।
Amount Debited but Cash not dispense from Atm - Shutdown Atm during cash withdrawal এটিএম এ টাকা তোলার সময় যদি হটাৎ করে মেশিন বন্ধ হয়ে যায় টাকা বের না হয় , কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় , সেই সময় আপনি কি করবেন? প্রথমত আপনি ভয় পাবেন না , পারলে এটিএম টি পুনরায় চালু হওয়া অবধি অপেক্ষা করুন । যদিও টেকনিকাল সিস্টেম বলে একবার এটিএম মেশিন বন্ধ হয়ে গেলে এটিএম ভল্ট থেকে টাকা বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। তাও নিজের মন কে সান্তনা দেওয়ার জন্য মেশিন চালু হওয়া অবধি অপেক্ষা করুন । অযোধ্যা আতঙ্কিত হবেন না। এরপর আপনাকে যেটা করতে হবে - ১) এটিএম কার্ড এর পিছন দিকে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে । সেটাই কল করবেন এবং বিষয় টি জানাবেন । যদিও কাস্টমার কেয়ার থেকে বলা হবে ৪৮ ঘণ্টা অপেক্ষা করার জন্য । T+2 Days মানে Transaction Date + ২ দিন । ২) যদি দেখেন ৪৮ ঘণ্টা মধ্যে অ্যাকাউন্ট এ টাকা ফেরৎ না আসে তখন , T+2 Days অতিক্রম হয়ে যাওয়ার পর পুনরায় টোল ফ্রি নম্বর এ কল করে কমপ্লেইন নতিভুক্ত করবেন। এবং কমপ্লেইন নম্বর টি নোট করে রাখবেন। ৩) এর সাথে আপনার যেই ব্যাং...
হিসাব নিকাশ করণ (Accounting) :- আংশিক ভাবে আর্থিক প্রকৃতি বিশিষ্ট লেনদেনসমূহ ও ঘটনাগুলি অর্থের অঙ্কে যথা পযুক্তভাবে লিপিবদ্ধকরণ,শ্রেণীবদ্ধকরণ এবং সংক্ষেপকরণের মাধ্যমে ফলাফল বিশ্লেষণ কলাকে বলা হয় হিসাব নিকাশ করণ। হিসাব নিকাশ করণ কাজটি কোন ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে এবং ঘটনা বা লেনদেনগুলি অর্থের মাপকাঠিতে পরিমাপযােগ্য হবে । যে সব ঘটনা বা লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যাবে না সেগুলির হিসাব রাখবার প্রয়ােজন নেই। লেনদেনগুলিকে নিম্নলিখিত তিনটি পর্যায়ে ভাগ করা যায় - (১) লিপিবদ্ধকরণ (Recording) :- লেনদেনগুলো প্রথমে হিসাবের বইতে লেখা হয়। (২) শ্রেণীবদ্ধকরণ (Classifying) :- একই জাতীয় বা সমজাতীয় লেনদেন গুলো আলাদা আলাদা ভাগ করে লেখা হয়। (৩) সারসংক্ষেপ (Summarising) :- শ্রেণীবদ্ধ ভাবে লেখা লেনদেনগুলোর উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য নির্ণয় করা হয় এবং তা প্রতিষ্ঠানের পরিচালক মন্ডলীর অন্যান্য আগ্রহী ব্যাক্তিবর্গের নিকট পেশ করা হয়।
Comments
Post a Comment