What is number system ? সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে ?

একগুচ্ছ সংখ্যা বা চিহ্নের সমষ্টি , যেগুলি আমাদের গণনার কাজে ব্যবহার করা হয় তাদের নাম্বার সিস্টেম বলে ।


সংখ্যা পদ্ধতি দুই প্রকার -
  • পজিশনাল সংখ্যা পদ্ধতি 
  • নন পজিশনাল সংখ্যা পদ্ধতি  

পজিশনাল সংখ্যা পদ্ধতি - যে সংখ্যা পদ্ধতির অংকের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পরিবর্তন হয় তাকে পজিশনাল নাম্বার সিস্টেম বলে । এই সংখ্যা পদ্ধতি নিজস্ব মান , বেস ও স্থানীয় মান থাকে।


পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার-

  1. Binary Number System.  
  2. Octal Number System.
  3. Decimal Number System.
  4. Hexa Decimal Number Sysytem.

Comments

Popular posts from this blog

Amount Debited but Cash not dispense from Atm - Shutdown Atm during cash withdrawal।

What is accounting ? হিসাব নিকাশ করণ কাকে বলে ?