Computer Processor bangla
প্রসেসিং ডিভাইস ( Processing Device or CPU )
কম্পিউটারের প্রসেসিং যন্ত্রটি হল CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ( Central Processing Unit ) । মানুষের যেমন মস্তিষ্ক , কম্পিউটারের তেমনি CPU । প্রতিটি কম্পিউটারের সঙ্গে যে বড়াে কালাে রঙের ক্যাবিনেটটি থাকে সেটিই প্রসেসিং ডিভাইস বা CPU বা সিস্টেম ইউনিট ( System Unit ) নামে পরিচিত । প্রচলিত অর্থে আমরা কম্পিউটারের ওই ক্যাবিনেটটিকেই CPU বলে থাকি । কিন্তু CPU যন্ত্রটি ক্যাবিনেটের ভেতরে মাদারবাের্ডে লাগানাে থাকে । তথ্য বিশ্লেষণের কাজে CPU সাহায্য করে।
● CPU প্রধান দুটি অংশ নিয়ে গঠিত হয়
1 ) অ্যারিথমেটিকঅ্যান্ড লজিকইউনিট ( ALU ) |
2 ) কন্ট্রোল ইউনিট ( CU ) ।
■ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ( ALU ) :
কম্পিউটারের সমস্ত গণিত এবং লজিক সংক্রান্ত কাজগুলি ALU - র মাধ্যমে সম্পাদিত হয় ।
■ কন্ট্রোল ইউনিট ( CU ) :
এর সাহায্যে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয় ।
কম্পিউটারের প্রসেসিং যন্ত্রটি হল CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ( Central Processing Unit ) । মানুষের যেমন মস্তিষ্ক , কম্পিউটারের তেমনি CPU । প্রতিটি কম্পিউটারের সঙ্গে যে বড়াে কালাে রঙের ক্যাবিনেটটি থাকে সেটিই প্রসেসিং ডিভাইস বা CPU বা সিস্টেম ইউনিট ( System Unit ) নামে পরিচিত । প্রচলিত অর্থে আমরা কম্পিউটারের ওই ক্যাবিনেটটিকেই CPU বলে থাকি । কিন্তু CPU যন্ত্রটি ক্যাবিনেটের ভেতরে মাদারবাের্ডে লাগানাে থাকে । তথ্য বিশ্লেষণের কাজে CPU সাহায্য করে।
● CPU প্রধান দুটি অংশ নিয়ে গঠিত হয়
1 ) অ্যারিথমেটিকঅ্যান্ড লজিকইউনিট ( ALU ) |
2 ) কন্ট্রোল ইউনিট ( CU ) ।
■ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট ( ALU ) :
কম্পিউটারের সমস্ত গণিত এবং লজিক সংক্রান্ত কাজগুলি ALU - র মাধ্যমে সম্পাদিত হয় ।
■ কন্ট্রোল ইউনিট ( CU ) :
এর সাহায্যে কম্পিউটারের সমস্ত কার্যপ্রণালী নিয়ন্ত্রিত হয় ।
Comments
Post a Comment