What is Logic Gate bangla
LOGIC
GATE
যার মধ্য দিয়ে লজিক আসা যাওয়া করে তাকে লজিক গেট বলে ।
লজিক গেইট দুই প্রকার-
১) মৌলিক লজিক গেইট ।
২) যৌগিক লজিক গেইট।
মৌলিক লজিক গেইট-
যে লজিক গেইট অন্য গেইট এর সাহায্য ছাড়া গঠিত হতে পারে তাকে মৌলিক লজিক গেইট বলা হয়।
মৌলিক লজিক গেইট তিন প্রকার -
১) OR GATE.
২) AND GATE.
৩) NOT GATE.
যৌগিক লজিক গেইট-
দুই বা ততোধিক মৌলিক গেইটের সমন্বয়ে যে গেইট গঠিত হয় তাকে যৌগিক লজিক গেইট বলা হয় ।
যৌগিক লজিক গেইট তিন প্রকার -
১) NOR GATE.
২) NAND GATE.
৩) EXOR GATE.
৪) EXNOR GATE.
Comments
Post a Comment